মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে শ্যামপুর ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমর উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের শ্যামপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ঝাউবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল হক, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাবুদ ,গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহীন আক্তার ,বেলেগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খাতুন, শ্যামপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, পুরাতন মদ্দাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, শহীদ সালাম-বরকত-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি দু-দলের খেলায়াড়দের সঙ্গে পরিচিত হন। মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে ৬টি এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে ৬ টি দল অংশগ্রহণ করছে।