মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের উদ্যোগে সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত শ্যামপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝাউবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে। বুধবার দুফুরে অনুষ্ঠিত খেলায় ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শহীদ-সালাম-বরকত রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উঠে।