মেহেরপুর নিউজ :
মেহেরপুর ভোরের একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।
বুধবার অনুষ্ঠিত মিজান একাদশ ও শ্যামপুর রেনবো স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলায় মিজান একাদশের পক্ষে রাজু এবং রেনবো স্পোর্টিং এর পক্ষে ফাহিদ একটি করে গোল করেন।