আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারী:
মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মামুন বিপুলের লাশ এখন মেহেরপুর জেনারেল হাসপাতালে।পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় মেহেরপুর শহরে আতঙ্ক বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। আসামীদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আজ সোমবার রাত ১০ টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান শহরের কাশাড়ীপাড়াস্থ তার বাড়িতে সে ও কাউন্সিলর বিপুল খোশগল্প করছিল। এমন সময় একদল মুখোশধ পড়া অস্ত্রধারী সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে বিপুলকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে । এতে বিপুলের বুকে ও মাথায় ২টি গুলি বিদ্ধ হলে বিপুল ঘরের মেঝেতে লুটিয়ে পরে। পরে আশেপাশের লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় তার কাছে থাকা শহিদুল হক পেরেশান জ্ঞান হারান।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান, প্রতিহিংসা বা পূর্বশত্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আটক করার জন্য অভিযান চলছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
নিহত বিপুল মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মরহুম কামরুজ্জামান ওরফে স্বপনের ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড়। তার বড় বোন শিল্পীর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বিয়ে হয়েছে। ছোট বোন শাপলা মেহেরপুর পৌর ভূমি অফিসের ৩য় শ্রেণির কর্মচারী। সম্প্রতি তার গাংনীর বামন্দী এলাকায় বিয়ে হয়েছে। এছাড়া ছোট ভাই বকুল মেহেরপুর পৌরসভার কর্মচারী। বিপুল প্রায় ৪ বছর আগে মেহেরপুর শহর জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের মেঝ মেয়ে বেলিকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ঘরে আসে এক পুত্রসন্তান। তার নাম হাসান আল বান্না।
উল্লেখ্য, বিপুল মেহেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এ মামলায় গত এপ্রিল মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি এলাকায় ফিরে আসেন।