আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১মার্চ:
সন্ত্রাসীদের হামলায় নিহত মুজিবনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ন সম্পাদক হেলালের মেয়ে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী সেতুর অবস্থা আশংকাজনক। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে কর্তব্যরত চিকিৎসক তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে অন্যত্র রেফার্ড করেছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শামসুল হুদা মেহেরপুর নিউজকে জানান,সেতুর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে অবস্থানরত মেহেরপুর-১ আসনে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন মেহেরপুর নিউজকে জানান,মেয়েটির অবস্থা খুবই খারাপ। তার অভিবাবকদের জন্য অপেক্ষা করছি। তারা আসলে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।