মেহেরপুর নিউজ,১৫ জানুয়ারি:
সরকারি কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে মেহেরপুরের দুটি পৌরসভায় ২দিন ব্যাপী কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
সোমবার সকাল ৯ টা থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এ কর্ম বিরতী পালন করছে। কর্মবিরতীর কারনে সেবা নিতে আসা নাগরিকদের সেবা না নিয়ে ফিরতে হয়েছে।
মেহেরপুর জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও মেহেরপুর পৌরসভার সচিব তফিকুল আলমের নেতৃত্বে কর্মবিতরতি কর্মসূচীতে বক্তব্য দেন মেহেরপুর পৌর সভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান দিপু, হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীনসহ দুটি পৌরসভার দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি অংশ নেয়।
