মেহেরপুর নিউজ:
করোনা বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মুজিবনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ ব্যক্তি ও দোকান মালিককে জরিমানা আদায় করা হয়েছে ।
বুধবার বিকেলে দিকে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ওসমান গনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এদিন বিকেলে থেকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, দারিয়াপুর বাজার, মোনাখালি, গৌরিনগর বাজার, গোপালনগর বাজার, ভবেরপাড়া বাজার, সোনাপুর বাজার, মাইজপাড়া সহ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় করোনা বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৩২ ব্যাক্তি ও ব্যবসায়ীর নিকট থেকে মোট ৭ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়।