মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ডিসেম্বর:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বুধবার সংক্ষিপ্ত সফরে মেহেরপুর মুজিবনগর পরিদর্শস করেন। পরিদর্শনকালে তিনি মুজিবনগর স্মৃতি, মানচিত্র সহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।
এসময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার সেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুরের জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রাকিবুল ইসলাম, মেহেরপুর-২ আসনের সারেক সংসদ সদস্য মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, পাবলিক প্রসিকিউটর (পিপি) মিয়াজান আলী, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম শফি, ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়ারউদ্দিন বিশ্বাস, সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা,শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা কৃষক লিগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি, সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সেখানে এসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। মন্ত্রী সালাম গ্রহণ করেন।