মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রুয়ারী:
সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আজ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সেদিন আর বেশী দুরে নয় সরকারের জুলুম, নির্যাতনকে রুখে দিয়ে চলমান সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন অনিবার্য ও নির্দলীয় তত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে।
আজ মঙ্গলবার বিকালে মুজিবনগর উপজেলার গোপীনাথপুর খেলার মাঠ প্রাঙ্গনে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন এ কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মাস্টার। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ সাঈদ আহমেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সোহেল হোসেন ও আহমেদ রাজিব খান প্রমুখ।
