মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর:
মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন,বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় সদর উপজেলার সোনাপুর স্কুল মাঠে মেহেরপুর জেলা তাঁতী দলের উদ্যোগে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হাবিলউদ্দিন মন্ডল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ নিঘাত সীমা।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, প্রবীন বিএনপি নেতা ফজলুল রহমান মাস্টার, এম,এ হালিম মোল্লা, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিজেপির আহবায়ক শেখ সাঈদ আহমেদ, জেলা তাঁতীদলের সভাপতি আরজুল্লা মাস্টার বাবলু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা তাঁতীদলের সাধারন সম্পাদ মাহমুদ হাসান জুয়েল।
মাসুদ অরুন বলেন বিজয়ের মাসে শুরু হয়েছে সরকারের দুঃশাসন, দুর্নীতি, গ্রেফতার নির্যাতন। তিনি বলেন,বর্তমান সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জনগণ আজ গণ অভূথ্যানমুখী।
