মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল:
মেহেরপুর বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাসনিম রহমান জিসান জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতায় সারাদেশের ২য় স্থান লাভ করায় বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক সংবর্ধনা দেয়া হয়।
বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় পরিচালনা বোর্ডের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান। বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজল, প্রধান শিক্ষক মাজেদা খাতুন ,পরিচালনা বোর্ডের সদস্য ললিতা আগরওয়ালা প্রমুখ।
