মেহেরপুর নিউজ:
সুপ্রিমকোর্ট বার নির্বাচনের গ্রহনযোগ্য সার্বজনীন কমিশন গঠনের মাধ্যমে পুনঃনির্বাচন, সাংবাদিক ও আইনজীবীদের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতন এবং আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানব বন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মেহেরপুর জেলা শাখা।
রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মেহেরপুর জেলা শাখার সভাপতি মারুফ আহমেদ বিজন এর নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুল হাসান, অ্যাডভোকেট আদিল করিম, মোখলেসুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন ।