মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মার্চ:
সংসারে সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শামীম হোসেন (২৫)। ভাগ্যের চাকাও ঘুরিয়েছিলেন। সংসার স্বপ্নে ৭/৮ আগে বাড়ি এসে বিয়ে করেছিলেন। কিন্তু সে সুখ আর কপালে সইলো না? গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় অকালেই ঝরে গেছে শামীমের প্রাণ। এমনই প্রলাপ করে মর্মান্তিক এ মৃত্যুর কথা বলছিলেন শামীমের পরিবারের লোকজন। শামীম হোসেন মেহেরপুর গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে।
শামীমের পারিবারিক সুত্রে আরও জানা যায়, শামীম সৌদি আরবের রিয়াদে কাজ করতো। গত মঙ্গলবার সন্ধ্যায় সে বাইসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশে রওনা দেয়। সড়কে তার পেছন থেকে একটি যান ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর তার পরিবারে এলে শোকের ছায়া নেমে আসে। কবে নাগাদ পরিবার লাশ বুঝে পাবে তা নিয়েও চিন্তিত তারা।