আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নান ওরফে মান্নাফ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে স্ত্রী বেনা খাতুনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বুধবার নিহত মা্ন্নাফের মায়ের দায়ের করা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে দু’সন্তানের জননী বেনা খাতুনকে গোপালনগর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে গাংনী থানা পুলিশ। আটক বেনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানান, নিহতের মা সায়েদা খাতুন বাদী হয়ে স্ত্রী বেনা খাতুনকে আসামি করে মামলা করার পরই বেনা খাতুনকে আটক করে পুলিশ।
তিনি জানান, স্ত্রীর পরকীয়ার কারণেই ভ্যানচালক মান্নাফ খুন হয়েছেন বলে পুলিশের ধারণা।
এদিকে, স্থানীয়রা জানায়, নিহত মান্নাফ একটি মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি ছিলেন। ওই মামলায় তিনি বেশ কিছুদিন জেলও খাটেন।
এছাড়া চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকার) প্রধান তাজবির হাসান লিপু ওরফে হাউসের একান্ত সহকারী হিসেবেও তিনি এলাকায় পরিচিত ছিলেন।
লিপুর সহযোগী আবুল কালামকে তার প্রতিপক্ষরা প্রায় পাঁচ বছর আগে গোপালনগর লৎফন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গলাকেটে ও গুলি করে হত্যার পর মান্নাফ বেশ কিছুদিন পালিয়ে থাকেন। পরে আবার গ্রামে ফিরে আসেন।
গ্রামবাসীরা আরও জানায়, আটক বেনা খাতুনের বাড়িতে অবাধে বিভিন্ন অঞ্চলের অপরিচিত লোকজনের আসা-যাওয়া ছিল। গ্রামবাসী কিছু বললে নানাভাবে হুমকি দিত বেনা খাতুনের পরিবারের লোকজন।
উল্লেখ্য,বুধবার সকালে গাংনী হাটবোয়ালীয়া সড়কের উপর থেকে ভ্যানচালক মান্নাফের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মান্নাফ গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আজুহার আলীর ছেলে।
