শাকিল রেজা,২৬ মার্চ:
৩১ বার তোপধ্বনি, স্মতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সহিত মুজিবনগরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
আজ রবিবার ভোর ৬ টা ১ মিনিটে সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মধ্যো দিয়ে দিনের কর্মসুচী শুরু করা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা। পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, মুজিবনগর থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধার পক্ষে কমান্ডার আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস ও সম্পাদক আমাম হোসেন মিলু , উপজেলা যুবলীগের পক্ষ থেকে সভাপতি কামরুল হাসান চান্দু ও যুবলীগ নেতা মফিজুর রহমান মফিজ , উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি রোকনুজ্জামান রোকন সম্পাদক হেলাল এছাড়াও ইউপি আওয়ামীলীগ, যুবলীগ,বঙ্গবন্ধু সৈনিক লীগ,কৃষকলীগ,ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
