মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানূয়ারী :
মেহেরপুর শহরের সদর উপজেলা গেটের সামনে মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মেহেরপুর মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মেহেরপুর নিউজের চেয়াম্যান পলাশ খন্দকার (৩৫) ও মোটর সাইকেল চালক আহসান উল্লাহ মিলন (২৬) আহত হয়েছে। আহতরা স্থানিয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
জানা যায়, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার সময় হোটেল বাজার থেকে ব্যাক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে সার্কেট হাউজ পাড়ার এ্যাডঃ একরামূল হক হীরার ছেলে মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মেহেরপুর নিউজের চেয়ারম্যান পলাশ খন্দকার মটরসাইকেল যোগে যাওয়ার সময় সদর উপজেলা গেটের সামনে পৌছালে অপর দিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষে চালক মিলন সহ তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে যান। এসময় স্থানিয় লোকজন তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
