মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ:
জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে মেহেরপুর শহরে পক্ষে বা বিপক্ষে কোন পিকেটিং বা মিছিল বের হতে দেখা যায়নি ।
রিক্সা,ভ্যান, অটো, মটর সাইকেল, ইজিবাইক স্বাভাবিক ভাবে চলাচল করতে দেখা গেছে। তবে লোকাল বা দুর পালার কোন যাত্রী বাহি যানবহণ মেহেরপুর থেকে ছেড়ে যায়নি।ছেড়ে যায়নি কাচামাল বাহী কোনো ট্রাক।
তবে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের অতর্কিত হামলার কারনে শহরের ব্যবসায়ীদের মধ্যে এক চরম আতঙ্ক বিরাজ করছে। শহরের মেইন রোড সহ লিংক রোডের দোকানপাট গুলোও বন্ধ খাকতে দেখা গেছে।
হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ ও র্যাব এর টহল চলছে। এছাড়া মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক বলেন, জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে এবং জনগণের জানমাল রক্ষায় তৎপর রয়েছে পুলিশ।
