মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:
জ্বালানী তেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে কৃষক, মধ্যবৃত্ত গ্রাম শহরের গরীব মানুষ বাঁচানোর দাবীতে হরতালের সমর্থনে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শনবিার সকাল ১১ টায় ১৮ দলরে ডাকা রবিবাররে সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। মিছিলপুর্ব টাউন হল প্রাঙ্গণের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, বারবার জ্বালানী তেলের মুল্যবৃদ্ধি সহ বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে মানুষ আজ দিশেহারা। তাই জনদুর্ভোগ কমাতে এ সরকারকে বিদায় করা আজ অনিবার্য হয়ে পড়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলঅ বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাসার, শেখ সাঈদ আহমেদ প্রমুখ।
