মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিলে মাছ ছাড়া কে কেন্দ্র করে দু’পক্ষের সৃষ্ট জটিলতা। মাছ ছাড়া স্থগিত করার পর ইউপি সদস্যের নেতৃত্বে হরিরামপুর গ্রামে প্রতীকী অবরোধ করা হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে হরিরামপুর জলমহল কমিটির সদস্যরা বুধবার সকালে মাছ ছাড়ার প্রস্তুতি গ্রহণ করেন। এদিকে প্রতিপক্ষ ইউপি সদস্য সানোয়ার হোসেনের লোকজনের অভিযোগ বিগত বছরের হিসাব না মিটিয়ে মাছ ছাড়া যাবেনা। এ ঘটনায় হরিরামপুর বিল এলাকায় উত্তেজনা দেখা দিলে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আপাতত মাছ ছাড়া বন্ধ রাখার আহ্বান জানান। এতে বিল কমিটি মাছ ছাড়া বন্ধ করে দেন।
পরে ইউপি সদস্য সানোয়ার হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা হরিরামপুর গ্রামের চার রাস্তার মোড়ে প্রতীকী অবরোধ করেন। এ সময় তার অনুসারী বেশকিছু সদস্য মাছ ধরার বিভিন্ন ধরনের জাল হাতে নিয়ে রাস্তার উপরে বসে থাকেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন ইউপি সদস্য সানোয়ার হোসেন, কোহিনুর আলী, জাহানারা বেগম প্রমুখ।