মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর:
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালীয়া গ্রাম থেকে ১ টি ওয়ান স্যুটারগান ও ১ রাউন্ড কাতুর্জ উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।
আজ সোমবার রাত ৮ টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি গোলাম রব্বানী শেখ এর নেতৃত্বে নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালীয়া গ্রাম থেকে স্যুটারগানটি উদ্ধার করে।
র্যাব কমান্ডার গোলাম রব্বানী জানান, স্যুটারগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জিডি সহ আগ্নেয়াস্ত্রটি গাংনী থানায় জমা দেওয়া হবে বলে জানান র্যাব কমান্ডার।
