মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক ৫ উইকেটে দফরপুর সততা ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দলের রাশেদ ৫ উইকেট এবং ৯ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে।
আজ শুক্রবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দফরপুর সততা ক্লাব ২৮ ওভার ২বলে অলআউট হয়ে যায়। তারা সংগ্রহ করে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করে শাহাবদ্দিন।
জবাবে,বিরতীর পর মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার খেলে ৫ উইকেট হাতে রেখে ১৫৪ রান সংগ্রহ করে জয়ের মুকুট ঘরে তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান সংগ্রহ করে শুভ। এছাড়া দলকে জেতাতে বোলার রাশেদ ৫ উইকেট এবং আসিফ ৩ উইকেট দখল করে বিশেষ নৈপুন্য প্রদর্শন করে।
