মেহেরপুর নিউজ:
২ দিনের রিমান্ড শেষে ইয়াবাসহ আটক মেহেরপুরের কারারক্ষী আব্দুল আলিম বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকেলের দিকে আলীমকে কারাগারে পাঠানো হয়।
গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার খন্দকার পাড়া গ্রাম থেকে তার ভাড়া করা একটি বাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ আলীমকে আটক করে।
ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সাথে দুই দিনের রিমান্ড আবেদন জানানোর পর আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে রিমান্ড শেষ হওয়ার পর রবিবার বিকেলের দিকে আবদুল আলিম পুনরায় কারাগারে পাঠানো হয়। এর আগে কারা কর্তৃপক্ষ আলিম বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।