মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী:
রোববার ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রদল মিছিল ও সমাবেশ করেছে। জেলা ছাত্রনেতা আবু হাসনাত আফরোজের নেতৃত্বে বিশাল মিছিলটি মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক মাসুদ অরুন।
মিছিল পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদকও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, আব্দুর রহিম প্রমুখ।
এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ও কলেজ শাখার ছাত্রনেতা রাজিব খান, সোহেল হোসেন, নুরুজ্জামান লিমন, রাশেদুজ্জামান বাপ্পী, মনিরুজ্জামান রনি, মোঃ বুলবুল, রাকিবুল ইসলাম সজল, শাহরিয়ার পাপ্পু, সদর উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শান্ত। সমাবেশে মাসুদ অরুন বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস করে টিকে থাকার চেষ্টা করছে।
এদিকে ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার মেহেরপুর জেলা ছাত্রদলের অপর অংশের উদ্যোগে শহরে একটি মিছিল বের করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিমের নেতৃত্বে মিছিলটি মেহেরপুর জেলা বিএনপি’র সাহাজীপাড়াস্থ কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিলে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, আজমূল হোসেন মিন্টু, জেলা ছাত্রদল নেতা রাজিব, সানি, মোহন, টিটু, রেমিন, ইকবাল, সহিউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
