নিজস্ব প্রতিনিধি:
৪ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। এই চার দিনে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নেবেন।
সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সফরসুচীর মধ্যে রয়েছে বিকাল সাড়ে ৪ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। পরে যশোর থেকে সড়ক পথে মেহেরপুর নিজ বাসভবনে রাত সাড়ে ৯ টায় পৌছাবেন।
পরদিন ৩০ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গনে ঘুর্নিঝড় ফনীর প্রভাবে ও পরবর্তী কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
দুপুর সাড়ে ১২টায় কালেক্টর মসজিদে জুম্মার নামায আদায়, বিকাল ৪ টায় আমঝুপি কোলার মোড় হতে মুজিবনগর কেদারগঞ্জ পর্যন্ত বাইপাস সড়কের পাশে বৃ¶রোপন কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় যোগদান করবেন।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহিত কর্মসূচির সমাপনী ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুর ১২ টায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “সিডকো আরসেনিক রিমুভাল প্লান্ট” এর উদ্বোধন করবেন। বিকাল ৪ টায় ছহিউদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন।
রবিবার সকাল ৬ টায় যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে মেহেরপুর মেহেরপুর ত্যাগ করবেন।