মেহেরপুর নিউজ:
বন্যা নামের এক অষ্টাদশীকে হাত পা বেঁধে হারপিক খাইয়ে দিয়েছে শিমুল নামের তার কথিত প্রেমিক। এমনটিই অভিযোগ করেছে বন্যা। বন্যা চুয়াডাঙ্গা জেলার সরজগন্জ এলাকাট জুয়েলের মেয়ে। বন্যাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলখানা এলাকায় এ ঘটনা ঘটে। বন্যা জানান, মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিমুলের সাথে তার দীর্ঘ এক বছর যাবত প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে শিমুল থাকে মোবাইল ফোনে ডেকে নেয়।বিষয়টি শিমুলের পিতা-মাতা ভালোভাবে না নেওয়াই বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলখানার পিছনে নিয়ে তাকে হাত-পা বেঁধে জোরপূর্বক হারপিক খাইয়ে সেখানে ফেল রেখে পালিয়ে যাই। পরে স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
বন্যা নিজেকে অবিবাহিত হিসেবে দাবি করলেও মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন পূর্বে অসুস্থ সেজে বন্যা অন্য নামে তার স্বামী পরিচয় একজনকে নিয়ে হাসপাতালে ক্যাবিনে কয়েকদিন ভর্তি ছিল। আবার বৃহস্পতিবারে হারপিক খাওয়ানো ঘটনায় সে নিজেকে বন্যা নামে পরিচয় দিচ্ছে। এ ঘটনা তার কথিত প্রেমিক শিমুলকে দোষারোপ করার বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে অনেকে মনে করছেন।