মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর:
চন্দ্রঁ বছরের আজ সেই ভয়াল রাত। মাত্র ২/৩ মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড করে দিয়েছেলো মেহেরপুরের হিন্দু অধ্যুষিত চাঁদবিল গ্রামের শতাধিক বাড়ি ঘর। গত বছর দূর্গোৎসবের নবমীর এই রাতে ঘটেছিলো দু:সহ সেই টর্নেডো। সেই টর্নেডোয় চাদবিল গ্রামের হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি পুরো মেহেরপুরে জেলা পূজা উৎসবের আনন্দকে ম্লান করে দিয়েছিলো। পরদিন ছিলো দশমী পূজা বিসর্জনের দিন। একটি বছরে চাঁদবিল গ্রামের ক্ষতিগ্রস্থ হিন্দুরা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও এ বছরের পুজার আনন্দ উৎসবে গত বছরের ভয়াল সেই রাতের কথা তাদের চোখের সামনে বার বার ভেসে আসে।
ফিরে দেখা: রাত ১২ টা ২৫ মিনিট। আকষ্মিক এক টর্নেডো বয়ে যায় মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ও ঝাউবাড়িয়ার গ্রামের উপর দিয়ে। তৎক্ষনাৎ লন্ডভন্ড হয়ে যায় দু’গ্রামের শত শত বাড়ি ঘর। রাস্তার উপর আছড়ে পড়ে দু’ধারের গাছপালা। ঘন্টা খানেক আটকা পড়ে ঢাকা থেকে মেহেরপুর গামী যাত্রীবাহী পরিবহনগুলো। একজনের বাড়ি য়েয়ে পড়ে আরেক জনের বাড়িতে। কারো ঘর ভেঙ্গে উড়ে যায় বিদ্যুতের থামে। মসজিদের স্থাপনা উপড়ে পড়ে পাশের পুকুরে। ক্ষতি গ্রস্থ এলাকাবাসীর পনর্বাসনের জন্য পাশে দাড়িয়েছিলো সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠন। এদিকে সে ঘটনার এক বছর পেরিয়ে গেলেও দু:সহ সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ক্ষতিগ্রস্থদের।

