মেহেরপুর নিউজঃ
আজ ২৩ অক্টোবর—রোভার দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই মর্মস্পর্শী ঘটনার কথা, যা ১৯৯৭ সালের এক অন্ধকার সকালে পুরো মেহেরপুর তথা বাংলাদেশের রোভার আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিল।
২২ অক্টোবর রাতে মেহেরপুর সরকারি কলেজের ৩৫ জন রোভার সদস্য সিলেটের লাক্কাতুরা চা বাগানে অনুষ্ঠিত ৭ম এশিয়া প্যাসিফিক ও ৯ম রোভার মুটে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পরদিন ভোরে সাভারের ধামরাই এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মেহেরপুরের পাঁচ কৃতি রোভার—জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, মাহফুজ ও আমিনুল ইসলাম। তাদের অকালে মৃত্যু শুধু রোভার আন্দোলনের জন্যই নয়, গোটা তরুণ সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকে।
তাদের স্মৃতিকে চিরজাগরূক রাখতে পরের বছর থেকে ২৩ অক্টোবরকে “রোভার দিবস” হিসেবে পালন করা হচ্ছে। এই দিনটি আজ কেবল শোকের নয়—প্রেরণারও। এটি আমাদের শেখায়, দায়িত্ববোধ, সেবা ও মানবতার পথে তরুণদের এগিয়ে আসার আহ্বান কতটা গভীর হতে পারে।
বর্তমান প্রজন্মের রোভারদের উচিত সেই আদর্শকে ধারণ করা, যেই আদর্শে দাঁড়িয়ে জাভেদ, মাসুম, মনিরুল, মাহফুজ ও আমিনুল দেশ ও সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগ হোক তরুণ সমাজের অনুপ্রেরণা, হোক মানবতার জাগরণের শিখা।
আজ রোভার দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই পাঁচ কৃতি রোভারকে—যাদের ত্যাগ রোভার আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।