মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ফুটবল মাঠের এইচ বিবি করন রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালের দিকে আনন্দবাস ফুটবল মাঠের এইচ বিবি করন কাজের উদ্বোধন করা হয়। বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন উপস্থিত থেকে আনন্দবাস ফুটবল মাঠের এইচ বিবি করন কাজের উদ্বোধন করেন। আনন্দবাস ফুটবল মাঠের এইচ বিবি করন কাজের উদ্বোধন করার পর চেয়ারম্যান আইয়ুব হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ধন্যবাদ জানান।