মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃ গোভীপুর গ্রাম ফুটবল টুর্নামেন্টে গোরস্থান পাড়া একাদশ ফাইনালে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার বিকেলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গোরস্থান পাড়া একাদশ ২-০ গোলে মাঠপাড়া একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে হৃদয় ও জাহিদ একটি করে গোল করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য হৃদয়কে “ম্যান অব দ্যা ম্যাচ” ঘোষণা করা হয়।
খেলা শেষে সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, আকসেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।