মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আন্ত: জেলা ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের ফুটবলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেহেরপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে খুলনা অঞ্চলে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। এতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২-০ গোলে গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয় দলের সুস্মিতা ও রোশনী একটি করে গোল করেন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জোনাকি বাইরে মারেন।
অপরদিকে গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের মোহনা ও সানজিদার কিক বাইরে মারেন। খেলা শেষে প্রথমবারের মতো খেলতে এসে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সরকারি বালিকা বিদ্যালয়ের মেয়েরা উল্লাস প্রকাশ করেন। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অডিনেটর মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম খেলাটি উপভোগ করেন।