মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সুবাহ সামাজিক সংস্থার উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সুবাহ সংস্থা মিলনাতনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, সুবাহ সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মইনুল আলম প্রমূখ।