মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ-এর উদ্যোগে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে খোকসা হাফেজিয়া মাদ্রাসা ও মীরপাড়া এলাকার ফুটবলারদের মাঝে এই ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য হাফিজুর রহমান নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন।
ফুটবল বিতরণের সময় এলাকার প্রাক্তন খেলোয়াড়গণ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে ও শরীরচর্চাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউপি সদস্য হাফিজুর রহমান।