মেহেরপুর নিউ জ, ১৭ জুন:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি, চাঁদবিল, শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ৮ টায় আমঝুপি সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ে খেলার উদ্বোধন করেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। এ সময় আমঝুপি বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।