মেহেরপুর নিউজঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প (২য় পর্যায়ে) শিক্ষকদের ১০ দিনব্যাপী আইসিটি (আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলশুটিং ও মেনটেনেন্স) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসা মিলনায়তনে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
আমঝুপি আলিম মাদ্রাসার সুপার মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রোগ্রামার সুব্রত কুমার বিশ্বাস। ১০ দিনের এই প্রশিক্ষণে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২০ জন শিক্ষক অংশগ্রহণ করছে।