মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট:
আমঝুপি-মদনাডাঙ্গা সড়কে চলন্ত নছিমনের সামনের চাকা খুলে যাওয়ায় মারাত্নক আহত হয়েছে নছিমনের ২ মহিলা যাত্রী। আহতরা হলেন,আমঝুপি গ্রামের জামালের মেয়ে মালেকা(৩০) এবং একই গ্রামের সোহরাবের স্ত্রী রুমি(৩২)। আহতরা বর্তমানে আমঝুপিস্থ বকুল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
আজ রোববার সন্দ্ধ্যায় আমঝুপি গ্রামের একদল লোক খাসমহল-রংমহল সীমান্ত এলাকা থেকে নছিমনযোগে আমঝুপি গ্রামের উর্দ্দ্যেশে রওয়ানা দেয়। নছিমনটি আমঝুপি-মদনাডাঙ্গা সড়কে পৌছালে চলন্ত নছিমনের সামনের চাকা আকস্মিকভাবে খুলে যায়। এসময় নছিমনে থাকা দু’ মহিলা যাত্রী মারাত্নক আহত হয়।