মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা তাজ উদ্দিন খানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে মাওলানা তাজ উদ্দিন খান গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন। তিনি জনগণের নানা সমস্যা, প্রত্যাশা ও মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির মাহবুবুল আলম, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা এবং সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতে ইসলামি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।”