মেহেরপুর নিউজ:
সদর উপজেলার আমঝুপি পাবলিক ও লাইব্রেরির উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত আন্তঃআমঝুপি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ৪র্থ খেলাটি ও অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত আমঝুপি খেলায় দক্ষিণ জোন ও উত্তর জোনের মধ্যে অনুষ্ঠিত খেলাটি ১-১গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।খেলায় দক্ষিন জোনের পক্ষে শিমুল এবং পশ্চিম জোনের পক্ষে নাজমুল একটি করে গোল করেন।
খেলায় দক্ষিণ জোনের গাজ্জালী ম্যান অব দ্যা ম্যাচ ও প্লেয়ার অব দ্যা ডে নির্বাচিত হন। খেলা শেষে সোহেল রানা সবুজ ও আতিকুর পুরস্কার বিতরণ করেন।