মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে বরশি বাড়িয়া একাদশ জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় বরশিবাড়িয়া একাদশ টাইব্রেকারে ২-১ গোলে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। টাইব্রেকারে বরশিবাড়িয়ার পক্ষে হাসান ও দিপু এবং ঝাউবাড়িয়ার পক্ষে সজীব একটি করে গোল করেন।
এর আগে খেলার শুরুতেই বরশি বাড়িয়ার পক্ষে উৎস গোল করে দলকে এগিয়ে নেন, নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড পূর্বে ঝাউবাড়িয়ার সজীব গোল করে খেলায় সমতায় ফেরান। পরে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন আশিক, তাকে সহযোগিতা করেন ফারহা হোসেন লিটন ও নিয়ন চতুর্থ রেফারি ছিলেন গাজ্জালী।