মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোকনুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, সহকারী শিক্ষক রিপন আলী, তারিক হোসেন, শাহাবুদ্দিন, রোমানা দিল আফরোজ ও বিলকিস আরা।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।