মেহেরপুর নিউজ:
জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও সচিবদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলয়াতনে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি’র সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন আই এল জির সহকারি পরিচালক আব্দুল জলিল মল্লিক। ৩ দিনের এই প্রশিক্ষণে মেহেরপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং সদস্যগন অংশগ্রহণ করে।