মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর মেহেরপুর শহরের শেখপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ সর্বশ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। মাসুম আহমেদ দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। শনিবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।