 মেহেরপুর নিউজ,০৭ অক্টোবর:
মেহেরপুর নিউজ,০৭ অক্টোবর:
বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন মেহেরপুরের কৃতি সন্দান ইমরুল কায়েস সাগর।
তামিম কে সাথে নিয়ে ইংল্যা্ন্ডের ৩১০ রানের টার্গেটে ওপেনিং ব্যাট করতে নামে ইমরুল কায়েস।
ক্রীজের উল্টো দিক থেকে তামিম, সাব্বির, মাহমুদুল্লাহ, মুশফিকুর সাজ ঘরে ফিরে গেলেও ইমরুল একাই আগলে ধরেন দেশের মান। সাকিবকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের বড় সংগ্রহের দিকে। সেই সাথে দেশকে বিজয়ী করতে।
১০৮ বলে ১০৪ রান সংগ্রহ করে এখন ক্রীজে আছে ইমরুল কায়েস।
প্রসঙ্গত, গত ৪ এ্রপ্রিল ইংল্যা্ন্ডের সাথে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেন ইমরুল কায়েস।
 
 
