মেহেরপুর নিউজ:
৯ মাসে শেষ হওয়ার কথা, কিন্তু ১৭ মাস পার হলেও অর্ধেক কাজ শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তা কেও বলতে পারছেন না। বলছিলাম মেহেরপুর শহরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজের কথা।
২০২৩ সালের ২২ নভেম্বর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন (পিডিইউপি-৪) প্রকল্পের আওতায় প্রায় ৮৭ লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ কাজের উদ্বোধন করেন। কাজ শেষ করার সময় সীমা বেঁধে দেওয়া হয় ৯ মাস। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকে উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ প্রায় বন্ধ রয়েছে। কাজ শুরু হওয়ার ১৭ মাস সময়ের মধ্যে এখন পর্যন্ত একতলার ছাদ ঢালায় সম্পন্ন করতে পারেনি।
১৭ শতক জমির উপর ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১৬৭ একজন শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে। নতুন ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বে বিদ্যালয় প্রাচীরের উপর কোনরকম দুটি রুম করে শিক্ষার্থীরা লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছে। প্রাচীরের উপর টিনের সেড দিয়ে অস্থায়ীভাবে রুমে ক্লাস ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক শিক্ষার্থী এখন বিদ্যালয়ে নিয়মিত আসা বন্ধ করেছে।
উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, ৯ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ১৭ মাসে কেবল ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।তিনি জানান, বারবার তাগাদা দেয়া সত্ত্বেও কাজের গতি বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে বিদ্যালয়ের লেখাপড়ার কাজে ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে।