মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বহনকারী এই মেহেরপুর জেলা। এই জেলায় যোগদান করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। জেলা প্রশাসক বলেন, এই জেলাকে আমরা উন্নত সমৃদ্ধ জনপথে পরিণত করব।
তিনি বলেন, আপনারা জানেন যে, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এবং আপনারা জেনেছেন যে সরকারের টানা ৩ মেয়াদকে বিশ্ব এবং অর্থনৈতিক বিভিন্ন সূচক বলা হচ্ছে উন্নয়নের সেরা সময়। সেই সময়ের আমরা গর্বিত সাক্ষী।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় ও পরিচিত সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। মতবিনিমা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর-২৫০ এর যে বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,এন এস আই এর ডিডি এমদাদুল হক, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা ও মোঃ ওয়ালীউল্লাহ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জাহিদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, মেহেরপুর কৃষি ব্যাংকের এজিএম শারমিন আক্তার, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির,মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া, জেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা তুলসী কুমার পাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, জেল সুপার মনির আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সিদ্দিকা সেতু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী, রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।