মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ:
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উর্দ্দ্যেশে বলেছেন,এটা পারভেজ মোশারফ কিংবা জিয়াউল হকের পাকিস্তান নয়,এটা বাংলাদেশ। তিনি আরোও বলেন,লাল,নীল দুপাট্রি শাড়ি পড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ষড়যন্ত্র করে বেড়াবেন এটা দেশবাসী সহ্য করবেনা।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ দুপুরে মুজিবনগরে নবনির্মিত নতুন থানা ভবন চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ রোববার দুপুরে মুজিবনগরে নবনির্মিত নতুন থানা ভবন চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর। সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুরের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন,খুলনা রেঞ্জের ডিআইজি মেজবাহউদ্দিন-পিপিএম,র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান,পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার,মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন,মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল,গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল আলম,মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন প্রমূখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,জামায়াতের শীর্ষ নেতা গোলাম আযম,নিজামী ও সাইদীকে সাথে নিয়ে কুমতলব সফল করে ঘুড়ায় চরে ঘুরতে পারবেননা। ঘুড়ায় চড়ে ঘুরতে হলে হিজরত করে পাকিস্তানে চলে যান। যদি যেতে চান তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যাওয়ার সব ধরনের ব্যবস্থা করবো।
স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। তার ষড়যন্ত্রের জন্য তাকে আইনের কাঠ গড়ায় দাড় করানো হবে। সম্প্রতি বগুড়ায় বেগম খালেদা জিয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন,, যে দেশের দায়ীত্ব সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাই সে দেশ প্রেমীক নয়। সে দেশদ্রোহী। যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই। তারা সেনাবাহিনীকে উস্কে দিতে চাচ্ছে।
এর আগে তিনি বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরে ২ একর জমির ওপর ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত মুজিবনগর থানা ভবনের ফলক উন্মোচন করেন।