মেহেরপুর নিউজঃ
যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে।
বৃহস্পতিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রিতা পারভিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, শিক্ষক হাবিবুর রহমান এবং অভিভাবক প্রতিনিধি শাহিন মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
এবার এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তারা হলেন:
সাদিয়া রহমান, দিনাত জাহান অপি, মাসুমা মেহজাবিন, ফাতেমা তুজ জোহরা, শাম্মী আক্তার, জেসিয়া আলম, দিপন্তিতা অধিকারী, মুবাশ্বিরা রহমান, ইসরাত জাহান ঐশী, রাফিয়া ইসলাম মিথি, তাবাসসুম সুলতানা জুতি, নাফিজা তাবাসসুম রোজা, সায়মা আহমেদ আঁখি, সুনেহারা তাসনীম, মারিয়া আক্তার, নাবিরা আজমাইন মৌমী, সাদিয়া জান্নাত, আফনান আক্তার, সাদিয়া আফরিন, অনন্যা হাসান, সাফিয়া তাবাসসুম, এলিজা আফরোজ, মোবাশ্বিরা আক্তার, মেহজাবিন আখতার, মাহবুবা মাহি, ফারিয়া ফাহমিদা পৃথ্বী, মাহির সাদাত, তাসরিফ এলাহী, আনাস রহমান, যায়েদ হাসান, শায়ান হেভেন বারুই, নাফিস আব্দুল্লাহ, মাহফুজ আহমেদ, মনজুরুল ইসলাম, মাহি ফারহান, মুহায়মিল আজিজ, আল আবিবি, নেহাল শাহরিয়ার, শেখ সিয়াম রহমান, সিয়াম আল ফাহাদ, আবু মুসা খান, আবু ইয়ামিনুল কবীর ইভান, মাহিন শেখ, শাহরিয়ার লাবিব, ফেরদৌস হাসান, শাহেদ পারভেজ, নাজিফ আহনাব, আবু সুফিয়ান, তাসিবুর রহমান এবং সাফিয়া তাবাসসুম অরিন।
প্রতিষ্ঠানটির শিক্ষক-অভিভাবকরা মনে করছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।