তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামে গত মঙ্গলবার উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির পরিবারসহ আশেপাশের আরো ৬টি পরিবারকে লকডাউন করেন। জানা গেছে আক্রান্ত ওই ব্যক্তি দুবাই জেল ফেরত। আজ শুক্রবার দুপুরে ওই ৭টি পরিবারের মাঝে কাথুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা খাদ্য সহায়তা প্রদান করেন।
মিজানুর রহমান রানা জানান, আজ সকাল ৯টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্রত্যেক পরিবারের খাদ্য তালিকায় ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট মুড়ি ও ১ কেজি লবণ স্থান পেয়েছে। তিনি আরো বলেন চৌকিদারের মাধ্যমে ওই পরিবারগুলোর সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।