মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী ও মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মুজিবনগর, কেদারগঞ্জ, বাগোয়ান, কোমরপুর সহ বিভিন্ন গ্রামে সচেতনতামূলক প্রচারণা করা হয় ।
এ সময় মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি, সেনাবাহিনীর বগুড়া ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাসির উদ্দিন সহ সেনাবাহিনী,পুলিশ সদস্যরা প্রচারণার কাজে অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে সকলকে ও বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।