মেহেরপুর নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মেহেরপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ অরুণকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কলেজ শিক্ষক সমিতি, মেহেরপুর শাখা। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
সমিতির নেতা মাহফুজুর রহমান অশেষের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা মাসুদ অরুণের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় তারা নির্বাচনী প্রার্থীর প্রতি সমর্থন ও শুভকামনা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় প্রার্থীর সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।