মেহেরপুর নিউজ:
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে র্যালী অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার মন্ডলের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গেট থেকে শুরু করে বাদ্যের তালে তালে মল্লিকপাড়া, শহীদ হামিদ সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন।
এর আগে র্যালী শুরুর প্রাক্কালে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার মন্ডল, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীউল কবীর।র্যালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামিউল কবীর, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফরিদ আহমেদ, আলফাজ উদ্দিন, মৌসুমী ঢালি, এস এইচ এম শরিফুল ইসলাম, মোফাজ্জল হোসেন আসাদুজ্জামান প্রমূখ।